Thursday, September 13, 2018

বইঃ আল্লাহ ও রাসূল (সা) সম্পর্কে সঠিক আক্বীদা

এসব ভ্রান্ত আক্বীদার বিপক্ষে তেমন প্রামাণ্য বই বাংলা ভাষায় পিডিএফ প্রকাশিত হয় নি। এজন্য আমরা নিয়ে আসছি এই সুন্দর বইটি। এতে সুন্দর ভাবে আক্বীদাগুলো তুলে ধরেছে। এর মধ্যে বিভ্রান্ত আক্বীদাগুলোরও খন্ডন করা হয়েছে।

এখানে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো :
আল্লাহ সম্পর্কে আক্বীদা
  • আল্লাহ কি সর্বত্র বিরাজমান ?
  • ইমামগণের অভিমত
  • যুক্তির নিরিখে আল্লাহ সর্বত্র বিরাজমান নন
  • আল্লাহ কি নিরাকার ?
  • আল্লাহর হাত
  • আল্লাহর পা
  • আল্লাহর চোখ
  • আল্লাহর চেহারা
  • মুমিনগণের আল্লাহকে দেখা
  • আল্লাহর আকার সম্পর্কে ইমামগণের অভিমত
রাসূল (সা) সম্পর্কে আক্বীদা
  • রাসুল (সা) মাটির তৈরী না নূরের তৈরী
  • রাসূল (সা) কি গায়েবের খবর রাখেন ?
  • রাসূল (সা) কি মানুষের মাঝে উপস্থিত হতে সক্ষম ?
  • রাসূল (সা) সম্পর্কে জাল হাদীসগুলোর বর্ণনা প্রভৃতি।
আল্লাহ আমাদের আমল ও আক্বীদা শুদ্ধ করুন।

No comments:

Post a Comment

দাওয়াতি কাজ সকল মুসলিমের জন্য ফরজ এবং সাধারণ মানুষদের দাওয়াতি কাজের কতিপয় পদ্ধতি

  ▬▬▬✪✪✪▬▬▬ প্রশ্ন: সৎকাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ কি সবার উপরে ফরজ? যাদের দ্বীনের জ্ঞান নেই যেমন জেনারেল লাইনে পড়া মানুষ কিন্তু দ্বীন জানার...