তাক্বলীদ হল দলীল বিহীন কারো কথা মেনে নেয়া। দলীল বিহীন কারো অন্ধ অনুসরণ সঠিক দ্বীন প্রচারের পথে বড় বাধা। মানুষ আজ তাক্বলীদের জালে আটকা পড়েছে। এই তাক্বলীদের অসারতা ও অকার্যকারিতা এবং এর পক্ষে যে সব দলীল উপস্থাপন করা হয় সারগর্ভ আলোচনার মাধ্যমে সেগুলোর অসারতা তুলে ধরে হাফেজ জালাল উদ্দীন কাসেমী যে বইটি লিখেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ পাঠকের সাথে, তালেবে ইলমগণ এ বইটি পড়লে অনেক বিষয় সম্পর্কে সূষ্পষ্ট ধারণা পাবেন এবং উপকৃত হবেন। পিডিএফ মূল বইয়ের বিকল্প নয়। আশাকরি, সামর্থবানরা বইটির হার্ড কপি সংগ্রহ করবেন এবং প্রচার করবেন।
ফুযায়েল বিন ইয়ায (১০৭-১৮৭ হি.) বলেন,عَلَيْكَ بِطُرُقِ الْهُدَى وَلاَ يَضُرُّكَ قِلَّةُ السَّالِكِيْنَ، وَإِيَّاكَ وَطُرُقِ الضَّلاَلَةِ وَلاَ تَغْتَرَّ بِكَثْرَةِ الْهَالِكِيْنَ- ‘তুমি হেদায়াতের রাস্তাসমূহের পথিক হও। সঠিক পথের অনুসারীদের সংখ্যাল্পতা তোমার কোন ক্ষতি করতে পারবে না। আর তুমি ভ্রষ্টতার রাস্তাসমূহ হ’তে বেঁচে থাক এবং ধ্বংসের পথের যাত্রীদের আধিক্য দেখে প্রতারিত হয়ো না’ (নববী, মানাসিকুল হাজ্জ ২/৬৮-৬৯; আলবানী, তাহযীরুস সাজেদ ১০৫-১০৭ পৃ.)।
Subscribe to:
Post Comments (Atom)
দাওয়াতি কাজ সকল মুসলিমের জন্য ফরজ এবং সাধারণ মানুষদের দাওয়াতি কাজের কতিপয় পদ্ধতি
▬▬▬✪✪✪▬▬▬ প্রশ্ন: সৎকাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ কি সবার উপরে ফরজ? যাদের দ্বীনের জ্ঞান নেই যেমন জেনারেল লাইনে পড়া মানুষ কিন্তু দ্বীন জানার...

-
রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে- অনুবাদ: মোঃ মুনিমুল হক | সম্পাদনা: ‘আব্দ আল-আহাদ | প্রকাশনায়ঃ কুরআনের আলো ওয়েবসাইট | ও...
-
▌বিদ‘আতীদের মৃত্যুতে খুশি হওয়া সালাফী মানহাজের অন্তর্ভুক্ত · পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের...
No comments:
Post a Comment