Thursday, September 13, 2018

বইঃ শারঈ মানদন্ডে তাকলীদ

তাক্বলীদ হল দলীল বিহীন কারো কথা মেনে নেয়া। দলীল বিহীন কারো অন্ধ অনুসরণ সঠিক দ্বীন প্রচারের পথে বড় বাধা। মানুষ আজ তাক্বলীদের জালে আটকা পড়েছে। এই তাক্বলীদের অসারতা ও অকার্যকারিতা এবং এর পক্ষে যে সব দলীল উপস্থাপন করা হয় সারগর্ভ আলোচনার মাধ্যমে সেগুলোর অসারতা তুলে ধরে হাফেজ জালাল উদ্দীন কাসেমী যে বইটি লিখেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ পাঠকের সাথে, তালেবে ইলমগণ এ বইটি পড়লে অনেক বিষয় সম্পর্কে সূষ্পষ্ট ধারণা পাবেন এবং উপকৃত হবেন। পিডিএফ মূল বইয়ের বিকল্প নয়। আশাকরি, সামর্থবানরা বইটির হার্ড কপি সংগ্রহ করবেন এবং প্রচার করবেন।

No comments:

Post a Comment

দাওয়াতি কাজ সকল মুসলিমের জন্য ফরজ এবং সাধারণ মানুষদের দাওয়াতি কাজের কতিপয় পদ্ধতি

  ▬▬▬✪✪✪▬▬▬ প্রশ্ন: সৎকাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ কি সবার উপরে ফরজ? যাদের দ্বীনের জ্ঞান নেই যেমন জেনারেল লাইনে পড়া মানুষ কিন্তু দ্বীন জানার...