Friday, September 24, 2021

দাঈ (আল্লাহর পথে আহ্বানকারী) এর কতিপয় মৌলিক গুণাবলী

 


◈ ১) ইখলাস তথা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আন্তরিক ভাবে দাওয়াত দেয়া।
◈ ২) যে বিষয়ে দাওয়াত দিবে সে বিষয়ে সুস্পষ্ট জ্ঞান থাকা এবং উক্ত বিষয়ে দলিল-প্রমাণ মুখস্থ রাখা বা প্রস্তুত রাখা।
◈ ৩) দাওয়াত দেয়ার সময় বিনয় ও নম্রতা থাকা।
◈ ৪) দাওয়াত দেয়ার পর সহিষ্ণুতার পরিচয় দেয়া। অর্থাৎ ফলাফলের জন্য তাড়াহুড়া না করা ও রাগকে সংবরণ করা।
◈ ৫) ধৈর্য ধারণ করা। অর্থাৎ কষ্ট পেলে ধৈর্য ধারণ করা ও ক্ষমা করে দেয়া।
◈ ৬) হিকমত অবলম্বন করা অর্থাৎ স্থান-কাল পাত্র ভেদে আচরণ করা। যেমন: নম্রতার জায়গায় নম্রতা, কঠোরতা জায়গায় কঠোরতা, বিতর্কের প্রয়োজন হলে উত্তম পন্থায় বিতর্ক করা...।
◈ ৭) যাকে দাওয়াত দিবে তার জন্য আল্লাহর নিকট দুয়া করা।
- আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

No comments:

Post a Comment

দাওয়াতি কাজ সকল মুসলিমের জন্য ফরজ এবং সাধারণ মানুষদের দাওয়াতি কাজের কতিপয় পদ্ধতি

  ▬▬▬✪✪✪▬▬▬ প্রশ্ন: সৎকাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ কি সবার উপরে ফরজ? যাদের দ্বীনের জ্ঞান নেই যেমন জেনারেল লাইনে পড়া মানুষ কিন্তু দ্বীন জানার...