Thursday, August 30, 2018

তাবলীগ জামাত কি অাসলেই হকের দাওয়াত দিচ্ছে??

তাবলীগ জামাত কি আসলেই হকের দাওয়াত দিচ্ছে?
এই প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই বের করতে পারবেন,,এই সংকলনটির মাধ্যমে,যার নাম দেয়া হয়েছে,, 
ফাযায়েলে আমাল এর কিছু ক্ষতিকর কথা★   

সংকলকঃমোঃ জাহিদ হাসান নিলয়(Jh neloy salafi)

সংকলনটি pdf আকারে দেয়া হয়েছে পড়ার সুবিধার্থে” তাই ফাইলটি ডাউনলোড করে নিন।        


এই সংকলন টি তে শুধুমাত্র ফাযায়েল আমাল এর কোরঅান হাদিস বিরোধী কিছু কথা তুলে ধরা হয়েছে।যে কথা গুলো বিশ্বাস করলে মুসলিমদের ঈমানের ক্ষতি হবে।এর মাধ্যমে যাতে মুসলমানদের ঈমানের ক্ষতি না হয়,এই উদ্দেশ্যেই এই প্রচেষ্টা।
আল্লাহ যেন এই সংকলনটি কবুল করেন।
এর মধ্যে যদি ভুল থেকে থাকে দয়া করে জানাবেন,,সংশোধন করা হবে ইনশাআল্লাহ!!  
   

No comments:

Post a Comment

দাওয়াতি কাজ সকল মুসলিমের জন্য ফরজ এবং সাধারণ মানুষদের দাওয়াতি কাজের কতিপয় পদ্ধতি

  ▬▬▬✪✪✪▬▬▬ প্রশ্ন: সৎকাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ কি সবার উপরে ফরজ? যাদের দ্বীনের জ্ঞান নেই যেমন জেনারেল লাইনে পড়া মানুষ কিন্তু দ্বীন জানার...